বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান নেতারা
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসায় ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান। রাত ১০টার দিকে তাঁরা বেরিয়ে আসেন।’
পরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, ‘এটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল ঈদ উপলক্ষে। এই সাক্ষাতে কেনো রাজনৈতিক আলাপ হয়নি। আমরা তাঁর (খালেদা জিয়া) সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি কেমন আছেন জানতে চেয়েছি। তিনিও আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। নেতা হিসেবে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছি আমরা। বিএনপি চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার জমির উদ্দিন বলেন, ‘শারীরিকভাবে তাঁর অবস্থার উন্নতি হয়েছে—এটা বলা যায় না। চিকিৎসার জন্য তাঁকে বাইরে (বিদেশে) অ্যাডভান্স সেন্টারে যাওয়া একান্ত প্রয়োজন।’
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নিয়ে গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি।
২০২০ সালে করোনা ভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি।