শনিবার, ১১:৫০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা : নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৭৯ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় ত্রিদিব চাকমাকে (শিমূল) নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমার দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে। এ হত্যাকা-ের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করলেও তা অস্বীকার করেছে সংগঠনটি।

এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা, ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে এক প্রেস বিজ্ঞপ্তিতে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি এ ঘটনার সাথে জড়িতদের সশস্ত্র সন্ত্রাসী ঠ্যাঙারে বাহিনী আখ্যা দিয়ে দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমাকে (শিমূল) খুনের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও জঘন্য বলে উল্লেখ করে অবিলম্বে খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার এবং ঠ্যাঙারে বাহিনীগুলোকে ভেঙে দেয়ার দাবি জানান।

ইউপিডিএফ নেতা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) বিকেল আড়াইটার দিকে ঠ্যাঙারে বাহিনীর ৭ জনের একটি দল দীঘিনালা সদর থেকে মোটর সাইকেল ও সিএনজি যোগে কার্বারী টিলায় এসে ত্রিদিব চাকমাকে (৪২) গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পার্বত্য চট্টগ্রামে অশান্তির জন্য ঠ্যাঙারে বাহিনীর নিয়ন্ত্রণহীন সন্ত্রাসকে দায়ি করে ইউপিডিএফ নেতা বলেন, গত দুই যুগেরও বেশি সময় ধরে খুন, গুম, গ্রেফতার, হামলা-মামলা তথা রাজনৈতিক দমনপীড়ন চালিয়ে ইউপিডিএফকে দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। শাসকগোষ্ঠী রাজনৈতিকভাবে ইউপিডিএফকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ঠ্যাঙারে বাহিনী দিয়ে খুন ও সন্ত্রাস চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

তারিখ: ০৪-০৪-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com