আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বুধবার (১৭ মে ২০২৩) সকালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ,বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পৌর টাউন হলে মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি। পরে একে একে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এতে পৌরসভার মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সহ-সভাপতি মনির খান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম।
এছাড়াও এতে খাগড়াছড়ি পাজেপ সদস্য নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল্লাহ হিরো,শামীম চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী,জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, জেলা যুবলীগ সাধারন সম্পাদক কেএম ইসমাইল,জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি জেলা আহবায়ক জানু শিকদারসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি