মার্কিন যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীদের হামলা হয়েছে। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার কিংসিটির একটি বাসভবনে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন।
কিংসিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় ওই বাসভবনে পার্টি চলাকালীন তিনজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী একটি গাড়ি থেকে নেমে বাড়ির সামনে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা যান। হাসপাতালে মারা যান এক মহিলা। এছাড়াও আহত আরো তিনজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
বন্দুকধারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কী কারণে হামলা তা জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা প্রায়ই হয়ে থাকে। কেবল ক্যালিফোর্নিয়াতেই চলতি বছর এ পর্যন্ত অন্তত ৬৮টি গুলির ঘটনা ঘটেছে।
সূত্র : সিএনএন