বৃহস্পতিবার, ০২:২২ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কে কী বলল—পাত্তা দিচ্ছি না: তমা মির্জা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫১ বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। ২০২২ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে রায়হান রাফীর পরিচালনায় প্রথম অভিনয় করেন তিনি। সেখান থেকেই তাদের প্রেমের গুঞ্জন।

অনেক দিন ধরেই পরিচালক রায়হান রাফীর সঙ্গে তমা মির্জার প্রেমের গুঞ্জন। যদিও এই অভিনেত্রীর দাবি— রাফীর সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজনের মাঝে কেবল বন্ধুত্বটা ছিল। এর পরও বিভিন্ন অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। দেশের বাইরে দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন—এমনটিও শোনা গিয়েছিল। নিজেদের জীবনের স্পেশাল দিনগুলোতেও একে অন্যের পাশে উপস্থিত থেকেছেন।

ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, খুব শিগগির রাফী-তমা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আবার হঠাৎই শোনা যায়, তাদের প্রেমসম্পর্কে ভাঙনের খেলা। নিজেদের ‘প্রেম’কে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী তমা মির্জা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, গুজবের তো মা-বাপ নেই। আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে। কখনো শোনা গেছে, আমি প্লাস্টিক সার্জারি করেছি। কিছু দিন আলোচনা হয়েছে— পরিচালকের সঙ্গে প্রেম করছি। সেই পরিচালককে কারও সঙ্গে কাজ করতে দিই না। তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। কিন্তু এসবই গুজব, এর কোনো ভিত্তি নেই।

তমা মির্জা বলেন, প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না। বাইরে যেসব দেশে হয়, সেটি খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে ৪০-৫০ লাখ টাকা খরচ হয়। তার পর সেটি মেইনটেইন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সঙ্গে তো একটা ট্যাগ লাগায় দেয়— ‘সুগার মামি’, ‘সুগার ড্যাডি’। এসব থাকলেও তো প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না।

এদিকে এর আগে এক সাক্ষাৎকারে রাফী বলেন, তমার সঙ্গে তাকে নিয়ে যে গুঞ্জন শোনা যায়, সেটি আর নেই। তবে তাদের বন্ধুত্বটা আগের মতোই আছে। রাফীর ভাঙনের সেই ইঙ্গিতকে এবার পূর্ণতা দিলেন তমা।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু প্রেমের সম্পর্ক নয়, ফাটল ধরেছে বন্ধুত্বেও। এ ছাড়া রাফীর সঙ্গে আর কাজ না করারও ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী।

তমা মির্জা বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই। বন্ধুত্ব শব্দটির পরিধি অনেক। বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে। কিন্তু সেই ভালোবাসায় টান পড়লে সঙ্গে সঙ্গে বন্ধুত্বে ফেরত আসা যায় না। তার জন্য দুই পক্ষকেই মানসিকভাবে যথেষ্ট পরিণত হতে হয়। নিজেদেরও সময় দিতে হয়। আমি নিজেকে সময় দিচ্ছি। কে, কী বলল—পাত্তা দিচ্ছি না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com