মিস ইউনিভার্সের মঞ্চে গত ৭২ বছর কোনও প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। অবশেষে এবারের আসরে প্রতিনিধি পাঠাচ্ছে দেশটি। প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিনিধিত্ব করবে ২৭ বছরের সৌদি সুন্দবী রুমি আলকাহতানি। গত সোমবার মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়েছে।
পেশায় মডেল রুমি আল কাহতানির বয়স ২৭ বছর। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানিকে ফলো করেন এক মিলিয়ান অর্থাৎ ১০ লাখ নেটিজেন। রিয়াদে জন্মেছেন। তার রূপের জাদুতে মুগ্ধ নেটপাড়া। ঐতিহাসিক সম্মান পেয়ে গর্বিত রুমি।
তিনি জানান, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি বর্হিবিশ্বের সংস্কৃতি সম্পর্কে অবগত হতে চাই। পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমি ছড়িয়ে দিতে চাই’। এর আগেও বহু আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন। তাঁর ঝুলিতে রয়েছে, ‘মিস মিডল ইস্ট’, ‘মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১’-এর খেতাব।
গত বছর প্রতিবেশি মুসলিম রাষ্ট্র পাকিস্তানের হয়ে মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস লিখেছিলেন এরিকা রবিন। মিস ইউনিভার্সের সুইম স্যুট রাউন্ডে বুরকিনিতে ব়্যাম্পে হেঁটে ঝড় তুলেছিলেন এরিকা। শরীর প্রদর্শন নয়, বরং গোটা শরীর ঢেকেই মিস ইউনিভার্সের মঞ্চে আলোচনার কেন্দ্রে উঠে আসেন পাক-সুন্দরী। আবায়া ছেড়ে কি বিকিনি বা মনোকিনিতে মঞ্চে হাঁটবেন রুমি? নাকি এলিকার মতো তিনিও বাছবেন বুরকিনি?
বছর শেষে মেক্সিকোতে বসবে মিস ইউনিভার্সের আসর। এই বছর সৌদি আরবের পাশাপাশি মুসলিম বিশ্বের দেশ ইরানও অংশ হবে এই প্রতিযোগিতার। ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবে এই প্রতিযোগিতায়? বাছাই পর্ব এখনও মেটেনি।