কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩০ এপ্রিল) সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে কেবা কাহারা মরদেহটি রেল লাইনের পাশে রেখে গেছেন তা জানা সম্ভব হয়নি। স্থানীয় সুত্রে জানা গেছে, সকালের দিকে রেল লাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকটি ৬-৭ মাস বয়সী। কেবা কাহা গর্ভপাত করে এখানে ফেলে দেয়। ওই এলাকার রবিউল ইসলাম রবি নামের একজন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। মনে হচ্ছে গর্ভপাত করে বাচ্চাটিকে এখানে রেখে যান। আর বাচ্চাটি মেয়ে বাচ্চা।
বাচ্চাটি ফুটফুটে সুন্দর, দেখে খুবই মায়া লেগেছে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটির বয়স ৬-৭ মাস হতে পারে। কেউ হয়তো গর্ভপাত করে রাতের আধারে এখানে রেখে যান। মরদেহটি রেল লাইনে থাকার কারণে আইনগত বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন। ### তারিখ -৩০.০৪.২৩