বৃহস্পতিবার, ০৭:১৬ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কিয়েভে দফায় দফায় রাশিয়ার বিমান হামলা, ৮ বেসামরিক ব্যক্তি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৮২ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় সকাল ৮টা অর্থাৎ বাংলাদেশ সময় বেলা ১১টার পর কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানাচ্ছেন কিয়েভে বিবিসি সংবাদদাতা।

এসব হামলায় কমপক্ষে আটজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ইউক্রেন সরকারের একজন কর্মকর্তা দাবি করেছেন। বেশ কিছু যানবাহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

বিবিসির একজন সংবাদদাতা যখন টেলিভিশনে সরাসরি খবর দিচ্ছিলেন তখনো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

রাশিয়ার বিমান হামলা এখনো চলছে এবং সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের আঞ্চলিক প্রধান।

ওলেক্সি কুলেবা টেলিগ্রামে শহরটির বাসিন্দাদের পাঠানো বার্তায় বলেছেন, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা কাজ করছে। কিন্তু আগে জারি করা ‘সতর্কতা’ এখনো বহাল রয়েছে।

সর্বশেষ কয়েকমাসে কিয়েভে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

তবে এবারের বিস্ফোরণ ফেব্রুয়ারিতে রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার সময়ের চেয়ে কিয়েভের বেশি কাছে বলে ধারণা করা হচ্ছে।

মাত্র দু’দিন আগে রাশিয়ার সাথে অধিকৃত ক্রিমিয়াকে সংযুক্ত করা একমাত্র সেতুটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই ঘটনা ঘটলো।

তবে মস্কো এখনো এ হামলার ব্যাপারে মন্তব্য করেনি।

এদিকে, আজই ক্রিমিয়ার ওই সেতুতে বিস্ফোরণের ঘটনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের নিরাপত্তা কাউন্সিলের সাথে বৈঠক করার কথা রয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছেন, ‘সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র কখনো তার দেশের সাহস ধ্বংস’ করতে পারবে না।

তিনি টুইটারে লিখেছেন, রাশিয়ার হামলা ‘তার দেশের মিত্রদের মনে কাঁপন’ ধরাতে পারবে না।

বিস্ফোরণে একাধিক নিহত
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, শেভচেনকিভস্কি শহরের কেন্দ্রে আঘাত হেনেছে এই বিস্ফোরণ।

দেশটির নামী সাংবাদিক আন্দ্রি সাপলিয়েঙ্কো বলেছেন, বিস্ফোরণে কমপক্ষে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন কিয়েভে হামলায় কমপক্ষে আটজন বেসামরিক ব্যক্তি নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

রোস্তিস্লাভ স্মিরনভ আরো লিখেছেন, বিস্ফোরণে ছয়টি গাড়িতে আগুন ধরে যায়। আরো ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপোরিঝিয়া এবং দনিয়েপ্রোপেত্রভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন।

এতে একটি বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ঝাপোরিঝিয়ার গভর্নর ওলেক্সান্ডার স্তারুখ।

গত কয়েক সপ্তাহে শহরটির ওপর একাধিক হামলা হয়েছে এবং ১২ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

কিয়েভের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান বলেছে, সকালের হামলায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু হতাহতের সংখ্যা ঠিক কত সে সম্পর্কে স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি।

দু’দিন আগে রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতু বিশাল এক বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের শব্দ বাড়ছে
কিয়েভ থেকে বিবিসি সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, কিয়েভে এখন বিস্ফোরণের আরো শব্দ পাওয়া যাচ্ছে।

শুধু কিয়েভ নয়, ইউক্রেনের বিভিন্ন জায়গা থেকেই এখন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি টেলিভিশনের লাইভে পল অ্যাডামস যখন কথা বলছেন, তখন আরেকটি বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা যায়।

গণমাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞার কারণে সরাসরি ঘটনাস্থলে হাজির হতে পারেননি সাংবাদিকেরা।

তবে বিভিন্ন সূত্রে সংগ্রহ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে গাড়ি এবং বাড়িঘরের ধ্বংসস্তূপ দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে কিয়েভের বিভিন্ন অংশে ভবনের ওপর থেকে ধোঁয়া উড়ছে।

ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর প্রথম দিকে রাশিয়া কিয়েভে কয়েক দফা হামলা চালালেও মাঝে বেশ কয়েক মাস রুশ বাহিনী আর হামলা চালায়নি। কিন্তু এখনকার এই ক্ষেপণাস্ত্র হামলা কিয়েভের আরো কেন্দ্রে এবং আরো ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com