ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ৩০০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে গিয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৯ জন। আজ বুধবার কাশ্মিরের দোড়া জেলার আসার এলাকার এক পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি কিশওয়ার থেকে জম্মু শহরের দিকে যাচ্ছিল।
একজন পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফিট গভীর খাদে পরে যায় বাসটি। এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি আমরা। আহত হয়েছেন আরও ১৯ জন।
তিনি জানান, স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বের করে নিয়ে আসেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারতের প্রায়ই এমন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। প্রতিবছরই সেখানে ৫ লাখ দুর্ঘটনা হয় এবং প্রাণ হারান প্রায় দেড় লাখ মানুষ। সরকার ২০২৪ সালের মধ্যে এই দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।