শুক্রবার, ০১:৪০ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কারা এসব গুজব রটাচ্ছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৭ বার পঠিত

রাজনীতিতে আছি, থাকবো। কারা আমাকে নিয়ে গুজব রটাচ্ছে জানি না। তাদের নিশ্চয় কোনো বদ মতলব রয়েছে। কথাগুলো বলছিলেন বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ কারাভোগের পর তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন। সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। এরপর থেকে তাকে নিয়ে নানা গুজব রটেছে। তিনি সহসাই দেশে ফিরছেন না। দলের সর্বশেষ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়েও তিনি যোগ দেননি। পদত্যাগ করে গেছেন এমনটাও বলা হচ্ছে।

এই পটভূমিতেই মানবজমিন তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিল।

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসলেন। বললেন, রাজনীতি ছাড়ার প্রশ্ন আসছে কেন? কারা গুজব রটাচ্ছে এসব! যাইহোক, আমি সরাসরি তাদের উদ্দেশ্যে বলবো, এটা সম্পূর্ণ বাজে কথা। রাজনীতিতে ছিলাম, আছি, থাকবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলে এসেছি, আমার চিকিৎসা দরকার। শরীর বড্ড খারাপ। কারাগারে থাকা অবস্থায় আমার অসুস্থতা আরও বেড়েছে। শরীরটা একদম ঠিক নেই। চিকিৎসকরা বলছেন, আমার চিকিৎসা দরকার। এখানে চিকিৎসা নিচ্ছি। সবাই জানেন আমার স্ত্রীও গুরুতর অসুস্থ। ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় কারা এসব রটাচ্ছে জানি না। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি স্বচ্ছতায় বিশ্বাস করি। দল ছাড়লে বা রাজনীতি ছাড়লে প্রকাশ্যেই ঘোষণা দেবো। তাছাড়া আবারো বলছি, দল ছাড়ার প্রশ্ন আসছে কেন? এই দল তো আমাদের সবার। তাই দলে আছি, দলে থাকবো। রাজনীতির শেষ দেখে যেতে চাই। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। রাজনীতি কোন পথে আছে বা যাচ্ছে তা সবার জানা।  যেখানে ন্যায়বিচার সেখানেই জয়। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই লড়াই করছি। রাজনীতিকে সঠিক পথে আনতে হলে সময়মতো সঠিক সিদ্ধান্তই নিতে হবে। এটা তো সবার জানা। রাজনীতি একটা বিজ্ঞান। বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেয়াটাই রাজনীতির প্রথম শিক্ষা। কবে ফিরছেন?  ঈদের আগেই ফিরছি। এনিয়ে  বিভ্রান্তির কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com