এই কথাগুলি বলার সময় মার্কিনি অ্যাকসেন্টে কিয়ারার কথা বলার চেষ্টা তাঁর বহু অনুরাগীকে অবাক করেছে। ‘very’, ‘at’ সহ বেশকিছু শব্দ উচ্চরণ শুনে তাকে বিদ্রুপ করা শুরু করেন নেটিজেনরা। এক নেটিজেন কিয়ারার সমালোচনা করে লিখেছেন, ‘কী ভয়ানক উচ্চরণ! দেশকে নয়, কিয়ারা শুধু নিজেকেই রিপ্রেজেন্ট করতে সেখানে গিয়েছেন।’ কেউ লিখেছেন ‘আমার কিয়ারাকে ভালোই লাগ, কিন্তু কেন এমন উচ্চারণ!’ কারো দাবি, ‘ওর তুলনায় আমার নিজের উচ্চারণ অনেক ভালো।’
অবশ্য কিয়ারা ভক্তদের অভিনেত্রীকে সমর্থন করতেও দেখা গেছে। নেটিজেনদের উদ্দেশ্যে তাদের বার্তা, এবার শান্ত হওয়া দরকার। তার উচ্চারণ নিয়ে ট্রোল করার কী আছে? উনি তো ঠিকই বলছেন। ট্রোলিংয়ের অভ্যাস বন্ধ করতে হবে বলেও জানান অনেকে।