কানাডার উইন্ডসরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্ট (এমএমএলএফ) ২০২৩। আগামী ১৮ ফেব্রুয়ারি উইন্ডসর শহরের কাবোটো ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশি সংস্থা ‘হারমোনি কালচারাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম’। ফেস্টে অংশ নিবেন বিশ্বের অন্তত ২৮টির মতো দেশ।
বৈশ্বিক করোনা মহামারির কারণে গত দুই বছর বিরতির পর এবারের আয়োজনকে ঘিরে বেশ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরা জানান, এবারের আয়োজনে বিশ্বের ২৮টি দেশের শিল্পীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হবেন। যার মাধ্যমে দেশগুলো নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন। একইসঙ্গে বাংলাদেশি শিল্পীরাও হাজার মাইল দূরের দেশে তুলে ধরবেন লাল সবুজের পতাকা বাংলাদেশ ও বাঙালি সাংস্কৃতিকে।
হারমনি চ্যারিটি বাংলা সংস্কৃতিকে বিশ্বের মানচিত্রে উচ্চস্থানে নেওয়ার পাশাপাশি নারীর অধিকার বাস্তবায়ন, নতুন অধিবাসীদের সহযোগিতা, পরিবেশ সচেতনতা ও যুব উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করে আসছে। বর্তমানে হারমনির পরিচালক হিসেবে নিয়োজিত আছেন মুস্তাফিজুর রহমান, ড. ওমর ফারুক, খালেক জামান, ড. মোন্তাজির রহমান ও মুনতাসির নাসির সৈকত।