কয়েক মাস আগে কঠোর করোনা জিরো নীতি তুলে নিতে বাধ্য হয় চীন সরকার। এরপর দেশটিতে করোনার ঢেউ ব্যাপক হারে বাড়ে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ দাবি করা হয়। এছাড়া দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে করোনা রোগীর ভিড় দেখার অসংখ্য খবর মিলে। এরপরেও চীনের শীর্ষ নেতারা গতকাল ব্রহস্পতিবার বিশ্বের মধ্যে কোভিড-১৯ এ সর্বনিম্ন মৃত্যুহার ধরে রেখে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে ‘বড় ধরনের বিজয়ের’ ঘোষণা দিয়েছেন।
তবে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীন পরের কয়েক মাসে করোনা মৃত্যুর হার কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে তা নিয়ে সন্দেহ আছে পশ্চিমা অনেক বিশেষজ্ঞরই।
এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীন বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে ভিড় দেখার অসংখ্য খবর পাওয়া যায়। চীন গত দুই মাসে হাসপাতালে কোভিডে মৃত্যু রেকর্ড করেছে ৮০ হাজারের মতো। অনেক বিশেষজ্ঞ এই সংখ্যায় আপত্তি জানিয়ে বলছেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর কয়েকগুণ হবে।তবে এর পরেও চীন এই বিজয়ের ঘোষণা দিলো।