শুক্রবার, ০৯:২১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৫, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

করোনায় মৃত ৮৬ হাজার, আক্রান্ত ৫১৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৯০৭ জন। মারা গেছে ৬০৯ জন মানুষ। গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল ৮৬ হাজার ১৭৪ জন। মারা গিয়েছিল ৫১৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৮৫৬ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৯১ হাজার ৬৮৮ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ৩৪৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৮৮ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪২ হাজার ৭০৪ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৩৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৬১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৯০ হাজার ১৯০ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৭৫৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮০ লাখ দুই হাজার ৬১১ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৭ হাজার ২৮৯ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৬৮২ জন। মারা গেছে ছয় লাখ ৯৮ হাজার ৪৭ জন মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com