সোমবার, ১১:১২ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কবি মুহম্মদ নূরুল হুদার জন্মদিনে দিদার সরদারের বিশেষ শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

আজ ৩০ সেপ্টেম্বর। জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩ তম জন্মদিন।

ধ্যানী ও জ্ঞানী মানুষ তিনি। কবিতার জন্য উজাড় করে দিয়েছেন সারাটা জীবন। বিপুল বৈষয়িক স্বার্থ জলাঞ্জলি দিয়ে কবিতার সাথে থেকেছেন। পেতেছেন অভাবের সংসার শুধু কবিতার সাথে। যাঁরা কাছ থেকে তাঁকে দেখেছেন তাঁরা জানেন নির্লোভ, নিরহংকার, সদালাপী, কবিতার স্বপ্নে বিভোর এই অসামান্য মানুষ কত সহজ ও সরল জীবন যাপন করেন।

পঞ্চবিংশতি তরুণের চেয়েও দৃপ্ত তারুণ্য ধারণ করেন তিনি। অসম্ভব পরিশ্রমী এবং উদ্যমী সৃজনশীল এই মানুষটি সম্প্রতি দেশের গর্বের এক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর আগে দীর্ঘদিন তিনি বাংলা একাডেমিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পরিচালক পদ থেকে অবসরে যান ২০০৭ সালে। শিল্প-সাহিত্য চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে বাংলাদেশে যে গুটিকয়েক ব্যক্তির নাম উল্লেখ করা যায় মুহম্মদ নূরুল হুদা তাঁদের অন্যতম। বাংলা একাডেমিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর উদ্যোগে তরুণ লেখক প্রকল্প এখনো শিল্প-সাহিত্য অঙ্গনে আলোচিত হয়।

আজ শুধু এতটুকু বলে রাখি কবি মুহম্মদ নূরুল হুদাই এই কথা উচ্চারণ করেছেন—’যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ’।কেবল তিনিই বলেছেন—

‘রোদ্দুরে নেয়েছি আর বৃষ্টিতে বেড়েছি
সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।’

আজ জাতিসত্তার কবির জন্মদিন। জন্মদিনে কবিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কবি যেন আরো দীর্ঘকাল তাঁর সৃজনশীল লেখনী চালু রাখেন, যেন বাংলা ভাষা, বাংলা সাহিত্য সর্বোপরি বাঙালি জাতিসত্তা উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে ওঠে তাঁর অসাধারণ কথা ও কবিতায়। শুভ জন্মদিন প্রিয় কবি! জন্ম উৎসবে কবির দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।

শুভাচ্ছেন্তে
দিদার সরদার
প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং
লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, 
প্রতিষ্ঠা-পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR), 
পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)।
হংকং: ৩০-০৯-২০২২ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com