শান্তির পথ অনুসরণ করুন
ভুলে যাই যুদ্ধের কথা,
চলুন কাজে ব্যস্ত থাকি
দ্বন্দ্ব এ পর্যন্ত হওয়া উচিত.
তাহলে শুধু ভালোবাসা থাকুক
অন্তরে শান্তি থাকবে,
ঘৃণা ও ঝগড়াকে পরাজিত করুন
তাদের সবাইকে আলাদা হতে দিন।
বিদ্বেষমূলক বক্তব্য মানুষকে আঘাত করে
দয়া করে কাউকে কষ্ট দিও না,
আসুন একে অপরের বন্ধু হই
গোলাপ ধরো, বন্দুক নয়।
শান্তির জন্য কাজ করি
তাহলে আমরা খুশি হব,
আসুন দুঃখ দূর করি
আমরা সবাই মাথা ঠান্ডা রাখি।
আসুন আমাদের রাগ দূর করি।
জীবনের জন্য সহনশীলতা সন্ধান করুন,
অন্যকে হুমকি দেওয়ার জন্য নয়
এমনকি আপনার স্ত্রীর কাছেও না।