যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার অধিকার অবশ্যই রয়েছে। তবে গাজায় কোন কৌশলে তারা যুদ্ধ করছে, সেটি ভাবনার বিষয়। গাজায় বেসামরিক লোকজনের জীবন ও মানবিক মূল্যকে উপেক্ষা করলে সেটি হিতে বিপরিত হতে পারে। নিজের লেখা এক নিবন্ধে এসব কথা বলেছেন ওবামা। খবর ওয়াশিংটন পোস্ট ও বিবিসির।
মতামত বিষয়ক মার্কিন অনলাইন প্ল্যাটফর্ম মিডিয়ামে সোমবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে হামাস-ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে কথা বলেন বারাক ওবামা।
নিবন্ধে ওবামা গাজায় হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের কৌশল এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে তার চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন।
ওবামা নিবন্ধের শুরুতেই বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের মর্মান্তিক হামলার পর ইসরায়েলি জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের ‘সংহতি’ ঘোষণা করে ঠিকই করেছেন।
ওবামা বলেন, বাইডেন হামাসের সক্ষমতা গুঁড়িয়ে দিতে আমাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে সমর্থন দিয়েছেন, তার সমর্থনকে পূর্ণ সমর্থন করি আমি।
সাবেক এই প্রেসিডেন্ট বলেন, তবে আমরা ইসরায়েলকে সমর্থন করলেও, আমাদের এটাও পরিষ্কার হওয়া উচিত যে ইসরায়েল হামাসের বিরুদ্ধে এই লড়াইয়ে গাজায় কীভাবে বিচার করছে।
হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১৪০০ জনকে হত্যা করে। জবাবে ইসরায়েলি সেনারা ওইদিন থেকেই অনবরত বিমান হামলা চালিয়ে গাজায় এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, গাজায় খাদ্য, পানি, গ্যাস-বিদ্যুত সব বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
এসবের প্রতি ইঙ্গিত করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, গাজায় খাদ্য, পানি এবং বিদ্যুৎ বন্ধ করার ভয়ানক মানবিক বিপর্যয় ফিলিস্তিনের ভবিষ্যত প্রজন্মের মনোভাবকে আরও কঠোর করে তুলতে পারে, ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমর্থন হ্রাস করতে পারে, ইসরায়েলের শত্রুদের হাতকে শক্তিশালী এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে ক্ষুণ্ন করতে পারে।
তিনি বলেন, হামাস নেতারা ইচ্ছে করেই বেসামরিক বাসিন্দাদের মধ্যে লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। আর সে কারণেই হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের জীবন বিপন্ন হচ্ছে। তবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণহানি এড়াতে ইসরায়েলকে তার সক্ষমতার সবটুকুই করতে হবে।
ওবামা বলেন, গাজার বেসামরিক বাসিন্দাদের জীবন ও মানবিক মূল্যকে উপেক্ষা করে যেকোনো ইসরায়েলি সামরিক কৌশল হিতে বিপরীত হতে পারে।
ওবামা গাজায় আরও মানবিক ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে অনুমতি দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টারত আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন অবশ্যই গাজা ও পশ্চিম তীরের জনগণের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে।