বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজনদের নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
তিনি শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডের কেসিসি মার্কেটের সামনে অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গয়েশ্বর রায় আরো বলেন, ‘এই সরকারের নির্দেশে পুলিশ বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা-হামলা চালাচ্ছে। এই সরকার পাকিস্তানের ইয়াহিয়া খানের সরকারের সকল অপকর্মকেও হার মানিয়েছে। চুরি, দুর্নীতি, খুন, গুম এমন কোনো অপকর্ম নাই যা এই সরকার করছে না। শোনা যায়, তাদের চুরি করা টাকা ১০ লাখ কোটি টাকারও বেশি।’
খুলনা মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যাপক সোহরাব উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু।