বৃহস্পতিবার, ০৩:১৮ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৪, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এবার মায়ের গল্পে হুমায়ূন পুত্রের ‘২ষ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪ বার পঠিত

বাংলা বর্ণ ‘ষ’কে ‘পেট কাটা ষ’ বলে পরিচিত করানোর চল রয়েছে। অক্ষরটির উচ্চারণ ‘মূর্ধন্য-ষ’ হলেও ’পেট কাটা ষ’ নামে এটি প্রচলিত। বাংলা বর্ণের অদ্ভুত এই নামের মতো অদ্ভুত কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে দেশের আনাচে-কানাচে; যা শুনলে গা ছমছম করে ওঠে। তেমন চারটি গল্প নিয়ে ২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ’মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোর মাধ্যমে প্রচলিত কিছু ভৌতিক গল্প বলে দারুণ প্রশংসা পান নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন।

দর্শক চাহিদার কারণে ’পেট কাটা ষ’র দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা করে চরকি। সে অনুযায়ী, চলতি বছর এপ্রিলে আসছে এর দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণাও। অপেক্ষার পালা শেষ, প্রকাশ্যে এসেছে এর দ্বিতীয় সিজনের টিজার। গতকাল মঙ্গলবার রাত ৮টায় টিজারটি এসেছে চরকির ফেসবুক পেজে। আর শিগগিরই ঘোষণা আসবে এর মুক্তির।

দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছে ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম ও কারা কারা অভিনয় করেছেন তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছন চরকি সংশ্লিষ্টরা। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার ’২ষ’র গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। ‘২ষ’-এ প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন কবি গুলতেকিন।

নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোতে অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন।

নুহাশের কথায়, ‘লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে “২ষ” বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে।’

নির্মাতা আরও বলেন, ‘দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। “২ ষ”র প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’

সিরিজটি প্রসঙ্গে চরকির সিইও রেদওয়ান রনি জানান, ‘পেট কাটা ষ’ দর্শকদের ভালো সাড়া পেয়েছিল। এখনও অনেকে মন্তব্যের ঘরে “ষ”র নতুন কিছু দেখার ইচ্ছা প্রকাশ করেন।

রনির কথায়, ‘দর্শকদের চাওয়া ছিল “ষ”র দ্বিতীয় সিজনের, সেটা আমরা করতে পেরেছি। আশা করি, সিরিজ দেখে দর্শকদেরও ভালো লাগবে।’

’পেট কাটা ষ’ সিরিজে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু। ২০২৩-এ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয় ‘পেট কাটা ষ’। একই বছর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে সিনেমা সংস্করণে অফিশিয়ালি সিলেক্টেড হয় সিরিজটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com