যুক্তরাষ্ট্রের প্রথম নারী কোস্টগার্ডপ্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে অপসারণ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২১ জানুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান কোস্ট গার্ডের ওয়েবসাইটে এক পোস্টে কোস্টগার্ডপ্রধানের অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
হোমল্যান্ড ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত বাহিনীর মধ্যে ‘বৈচিত্র্য ,সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই কর্মসূচি)’-এর কারণেই ফাগানকে অপসারণ করা হয়েছে। ফাগান বা কোস্টগার্ডের কোনো কর্মকর্তা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলেছিলেন যে, বাইডেনের নেওয়া ডিইআই কর্মসূচি তিনি বন্ধ করে দিবেন। এই কর্মসূচিটি য্ক্তুরাষ্ট্রের আর্মড ফোর্সে সমগ্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব আনয়নে বৈচিত্র্যকে ফোকাস করার জন্য নেওয়া হয়েছিল।
ডেমোক্রেটিক পার্টির কনগ্রেসম্যান রিক লারসেন ফোগানের অপসারণের নিন্দা জানিয়েছেন এবং এটাকে বিপজ্জনক ও কোস্টগার্ডের চলতি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলে উল্লেখ করেছেন।
সূত্র: রয়টার্স