স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশে এবার শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহতের ঘটনা ছাড়া এবার ঈদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আজ রোববার (২ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ঈদের সময় সারা দেশে স্বাভাবিক অবস্থা ছিল। মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে।’
ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীর সক্রিয়তা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিষয়টি সম্পর্কে পুলিশ কমিশনার জানেন। এ নিয়ে কাজ চলছে।’
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারা কীভাবে আন্দোলন করবে? তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ হতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’