সৌদি আরব এখনো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী বলে দাবি করেছে হোয়াইট হাউস।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ইসরাইল-ফিলিস্তিন শান্তি নিয়ে আলোচনার পর মঙ্গলবার (৩১ অক্টোবর) হোয়াইট হাউস এ মন্তব্য করে।
বৈঠক শেষে ওয়াশিংটনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ব্রিফিংয়ে বলেন, ‘ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সত্ত্বেও সৌদি আরব এখনো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী। এটি আমাদের কাছে স্পষ্ট। আমরাও এটির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এখন ওদিকে মনোনিবেশ করতে চাচ্ছি না। বরং গাজায় কী ঘটছে সেদিকেই মনোযোগী।’
তিনি আরো বলেন, ‘আমরা ওসব আলোচনা থেকে সরে এসেছিলাম। কারণ, আমাদের বিশ্বাস ছিল যে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ খোলা থাকবে। সে হিসেবে সৌদির মধ্যে আগ্রহ এখনো দেখতে পাচ্ছি।’
উল্লেখ্য, চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের আগে বাইডেন প্রশাসন একটি আঞ্চলিক চুক্তি করার চেষ্টা করেছিল। ওই চুক্তি অনুযায়ী ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতো। যার অধীনে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ হতো। একইসাথে ফিলিস্তিনিদের সাথে একটি সম্ভাব্য অন্তর্বর্তীকালীন চুক্তিও করা হতো।
সূত্র : জেরুসালেম পোস্ট