দেশে গত এক সপ্তাহে করোনা শনাক্ত ২২৮ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময়ের মধ্যে ১৮৫ শতাংশেরও বেশি মৃত্যু বেড়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, ‘গত ৭ দিনে ৩৪ হাজার ৪০৫ জন শনাক্ত হয়েছেন, যা আগের ৭ দিনের চেয়ে ২৩ হাজার ৯৩১ জন বেশি। শতকরা হিসেবে ২২৮ শতাংশেরও বেশি। আর মারা গেছেন ৫৭ জন। পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৩৭ জন বেশি। শতকরা হিসেবে মৃত্যু ১৮৫ শতাংশেরও বেশি।
বাংলাদেশে এখন পর্যন্ত মূলত ডেলটা ভ্যারিয়েন্টের মাধ্যমেই রোগীরা সংক্রমিত হচ্ছেন উল্লেখ করে এই মুখপাত্র আরও বলেন, ‘যখন একটি নতুন ভ্যারিয়েন্ট আসে, তখন পুরনো ভ্যারিয়েন্টকে বহুক্ষেত্রেই প্রতিস্থাপিত করে ফেলে। সে তার মূখ্য ভূমিকা পালন করে। ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে যদিও তাতে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই এই পরাক্রমশালী করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
বাংলাদেশে এখন পর্যন্ত মূলত ডেলটা ভ্যারিয়েন্টের মাধ্যমেই রোগীরা সংক্রমিত হচ্ছেন উল্লেখ করে এই মুখপাত্র আরও বলেন, ‘যখন একটি নতুন ভ্যারিয়েন্ট আসে, তখন পুরনো ভ্যারিয়েন্টকে বহুক্ষেত্রেই প্রতিস্থাপিত করে ফেলে। সে তার মূখ্য ভূমিকা পালন করে। ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে যদিও তাতে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই এই পরাক্রমশালী করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
ঢাকা ও রাঙামাটির পর আরও ১০ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া মধ্যম ঝুঁকির তালিকায় রয়েছে ৩২ জেলা। আর এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত ১৬ জেলা। স্বাস্থ্য অধিদফতরের গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে।