বৃহস্পতিবার, ০৩:৫১ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এক ঠিকানায় সব সরকারি চাকরি পেতে পোর্টাল হচ্ছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত

সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ কার্যক্রম দ্রুত, ঝামেলাহীন ও স্বচ্ছ করার জন্য ন্যাশনাল জব পোর্টাল নামে একটি প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই পোর্টাল সনদ জালিয়াতি ঠেকানোর পাশাপাশি চাকরি ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটাবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীন বিশ্বব্যাংকের অর্থায়নের এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের আওতায় তৈরি করা আধুনিক এই পোর্টালটির প্রাথমিক সংস্করণ তৈরির কার্যক্রম এরই মধ্যে সমাপ্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এটি চালুর জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিসিসি সূত্রে জানা গেছে, জাতীয় এই পোর্টালটিতে নিয়োগপ্রার্থী ও নিয়োগকারীর জন্য নানা সুবিধার সংযোজন করা হয়েছে। একজন প্রার্থী নিজ অবস্থান থেকে অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ অনলাইনে আবেদনকারীর বিভিন্ন সনদ, যেমনÑ জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি, স্বাক্ষর ইত্যাদি যাচাই করার সুবিধা পাবে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে অনেক ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির যেসব অভিযোগ উঠত, ডিজিটাল পদ্ধতিতে তা পরিহার করা সম্ভব হবে। এ ছাড়া এই পোর্টালে মাইক্রো-সার্ভিস বেজড, এআই ও ডেটা অ্যানালাইটিক্সের মতো আধুনিক প্রযুক্তি সন্নিবেশিত করা হচ্ছে।

প্রকল্পের সঙ্গে জড়িতরা বলছেন, জাতীয় চাকরির পোর্টাল তরুণ প্রজন্মের জন্য একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হতে পারে, যা সরকারি চাকরির আবেদন প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে। এই উদ্যোগ চাকরি খাতে বৈষম্য দূর করবে, যা জুলাই বিদ্রোহের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

এ বিষয়ে ইডিজিই প্রকল্পের পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন বলেন, আমাদের দেশে সাধারণত সরকারি চাকরিতে প্রচলিত সনাতনী ধারায় নিয়োগ সম্পন্ন করা হয়ে থাকে, যা অত্যন্ত ব্যয়বহুল, জটিল ও সময়সাপেক্ষ। সনাতনী নিয়োগপ্রক্রিয়া অনুসরণের কারণে অনেক সময় অসচ্ছতার অভিযোগও উত্থাপিত হয়।

প্রকল্প পরিচালক বলেন, বর্তমানে দেশে জাতীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের জন্য চাকরিতে নিয়োগ-সংক্রান্ত অনলাইনভিত্তিক কোনো পূর্ণাঙ্গ নিয়োগ পোর্টাল নেই, যার মাধ্যমে চূড়ান্ত বাছাই পর্যন্ত সব নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ে সহজতর উপায়ে অনলাইনে সম্পাদন করা সম্ভব হয়। এমন এক বাস্তবতায় ইডিজিই প্রকল্পের আওতায় সরকার ন্যাশনাল জব পোর্টাল তৈরি করছে। এতে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত বাছাই পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সব কার্যাবলী অনলাইনে সম্পাদন করার সুবিধা থাকছে।

ন্যাশনাল জব পোর্টালটি খুব দ্রুতই চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাখাওয়াৎ হোসেন বলেন, এর মাধ্যমে সরকারি নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সহজ, দ্রুত ও ব্যয় সাশ্রয়ী হবে। এর পাশাপাশি প্রার্থীদের ভোগান্তি কমবে এবং সময় ও খরচ বাঁচবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com