চশমার বয়স ছয় মাস ।ছয় মাসেই বেশ মায়া পড়ে গিয়েছিল চশমার প্রতি । মায়া জিনিষ টা খুব খারাপ নিঃশব্দে কুঁড়ে কুঁড়ে খায় । তো এর মাঝে সাত সকালে নীচু হতে যেয়ে চশমাটা খুলে পড়ে ভেংগে গেল । ভাবলাম আমাকে আর চায় না ।না হলে কি আর আমাকে অবাক করে দিয়ে বিনা নোটিশে দুম করে পড়ে ভেংগে যেত পারত ? সে তো জানে কতটা প্রিয় আমার ! পাওয়ার ঠিক ছিল ঠিক ঠাক মতো দেখতাম দূরের এবং কাছের ।
চশমার দোকানে নিয়ে গেলাম ভাবলাম ঠিক হবে দোকানী বলল না এই টা ভিতর থেকে ভেংগে গেছে কোনভাবেই জোড়া দেয়া যাবে না ! আপনি যতই চেষ্টা করেন এটা জোড়া লাগবে না ! শুনে আহত হলাম ,কষ্ট পেলাম ! মন খারাপ করে অনেক ক্ষণ দাঁড়িয়ে রইলাম!
আসলে সব প্রিয় জিনিষ ই এক সময় ভিতর থেকেই ভেংগে যায় অথবা হারিয়ে যায় ।
তাই প্রিয় কিছু থাকতে হয় না।
প্রিয় মানেই বেদনা !
প্রিয় মানেই কষ্ট!
প্রিয় মানেই হারিয়ে বা গুড়িয়ে যাবার দুঃখ !
(একটি চশমার হারিয়ে যাওয়ার গল্প )
___ শুভ্রা নীলাঞ্জনা