উজিরপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করে ও আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী ঘরানার বিতর্কিত লোকদের নিয়ে উজিরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন কর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সরফুদ্দিন আহমেদ সান্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি গঠন করতে হলে উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করে অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হয়। এটা সাংগঠনিক চলমান প্রক্রিয়া। অন্যান্য এলাকায় কে কিভাবে কমিটি গঠন করেন সেটা আমার দেখার বিষয় নয়। বিগত দিনে বরিশাল ২ আসন তথা উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় সকল অঙ্গ সংগঠনের কমিটি সম্পুর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কিন্তু বরিশাল জেলা দক্ষিণ শ্রমিক দলের দুর্নীতিবাজ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্থিকভাবে লাভবান হয়ে উজিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ঘরোয়াভাবে উজিরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন করেন। যা সম্পুর্ন সংগঠন পরিপন্থী ও অবৈধ পকেট বানিজ্যের কমিটি। এই অবৈধ বানিজ্যিক পকেট কমিটি উজিরপুর উপজেলা বিএনপি মানে না। এই অবৈধ পকেট কমিটি বাতিল করে দ্রুত শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে অপসারণের দাবি জানান উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ সকল নেতৃবৃন্দ।
এদিকে শ্রমিক দলের ঘরোয়া কমিটির
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিভাগীয় পর্যায়ের একজন সিনিয়র নেতার পরামর্শ নিয়ে আমি কমিটি দিয়েছি। যেখানে বরিশাল বিভাগীয় সিনিয়র নেতার সাথে আলাপ করেছি সেখানে স্থানীয় কিংবা উপজেলা বিএনপির কারো সাথে আলোচনা করার প্রয়োজন নেই।