উজিরপুরে অবঃ সেনা সদস্যর ছাদ থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
আপডেট টাইম :
সোমবার, ৬ মে, ২০২৪
৪৪
বার পঠিত
বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় খালা বাড়ি বেড়াতে এসে অবঃ সেনা সদস্যর ছাদ থেকে শিশুর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্হানীয় সুত্রে জানাগেছে ৩ মে শুক্রবার বেলা ১২ দিকে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের আগরপুর ডিগ্রী কলেজ চুতুর্থ শ্রেনীর কর্মরত আগরপুর গ্রামের আমির ফকিরের তৃতীয় শ্রেনীর স্কুল পড়ুয়া কন্যা তামান্না আক্তার -১০ উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অবসর প্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের একতালা বাড়ির ছাদে যাওয়ার দরজার আড়ার সাথে ওরনা পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এবং থানা পুলিশকে জানানো হলে পুলিশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান। জানাযায় গত ২ মে বৃহস্পতিবার বিকেলে উজির পুরে তার খালা বাড়িতে বেড়াতে আসে শিশু তামান্না। সুলতান হাওলাদার নিহত শিশু তামান্নার সম্পর্কে খালু হন। তবে কেউ কেউ ধারনা করেন শিশু তামান্না আত্ম হত্যা করতে পারেননা। তাকে হত্যা করে আত্ম হত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য গলায় ফাঁস দিয়ে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ রিপের্ট লেখা পর্যন্ত আত্ম হত্যা না হত্যা করে শিশু তামান্নাকে ঝুলিয়ে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না। উজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং অপমৃত্যর মামলা করা হয়েছে।