ঈদের দিন অতিথি আসবে এমনটাই স্বাভাবিক। অতিথিদের আপ্যায়ন করতে গেলে খাবারের টেবিলের সজ্জায় বাড়তি মনোযোগ দেওয়া চাই। কারণ ঈদে নানা পদের খাবার সাজানো হয় টেবিলে। সেটা গুছিয়ে রাখতে পারলে অতিথিরা সব পদই হাত বাড়িয়ে নিতে পারেন। তাছাড়া আপনার আপ্যায়নের আন্তরিকতাও সবাই অনুভব করতে পারে। ঈদের দিন খাবারের টেবিল সাজাতে তাই কিছু বিষয়ে মনোযোগ দিন।