স্টাফ রিপোর্টার, গাজীপুর : ঈদের দিন মোটর সাইকেলে চড়ে ঘুরে বেড়াতে গিয়ে পৃথক দু’টি দূর্ঘটনায় দুই যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার গাজীপুরের কালিয়াকৈর ও কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন পিরুজালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জীবন হোসেন (২৩) এবং একই জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত কাজী রুহুল আমিনের ছেলে কাজী সিয়াম (২৫)।
শ্রীপুর থানার এসআই অমল ও স্থানীয়রা জানান, ঈদের দিন শনিবার দুপুরে বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে চড়ে ঘুরে বেড়াতে বাড়ি থেকে বের হয় জীবন। তারা গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে দ্রুতগতিতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় যায়। পথে ফুলবাড়িয়া আতাব আলীর মোড়ে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জীবন ও তার বন্ধু মোটরসাইকেল চালক আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জীবনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে একইদিন বিকেলে কালীগঞ্জ-দোলান বাজার সড়কের কালীগঞ্জের পৈলানপুর (বটতলায়) এলাকায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত ও আরোহী অপর দুই যুবক আহত হয়।
কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঈদের দিন বিকেলে সহকর্মী আল আমিনকে নিয়ে মোটরসাইকেল যোগে টঙ্গী থেকে কালীগঞ্জের গ্রামের বাড়িতে আসে সিয়াম। খাওয়া-দাওয়া ও বেড়ানো শেষে আবার তারা টঙ্গী ফিরছিলো। পথে কালীগঞ্জ-দোলান বাজার সড়কের বটতলা এলাকায় পৌছলে দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে উভয় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন তিন আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিয়ামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর দুইজন আতাউর ও আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহন করে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
২৪/০৪/২০২৩ ইং।