বৃহস্পতিবার, ০১:১৮ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঈদের আগেই দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবিতে ঢাকা ডিসিকে চিঠি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৮৪ বার পঠিত

ঢাকা প্রদিবেদক:
ঈদের আগেই দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আবারও ঢাকার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জেলা প্রশাসক বরাবরে চিঠি পৌঁছে দেন।

শিমুল বিশ্বাস বলেন, পত্রিকাটি বন্ধ করে দেয়ায় একদিকে যেমন পত্রিকার পাঠকরা বঞ্চিত হচ্ছেন অন্যদিকে পত্রিকায় কর্মরত ১৫শ সাংবাদিক, কর্তমকর্তা, কর্মচারি আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রায় ৪০ বছরের চলমান একটি দৈনিক পত্রিকা কোনো প্রক্রিয়াগত ত্রুটির অজুহাতে বন্ধ করে দেওয়া কাম্য হতে পারে না। দৈনিক দিনকালের পক্ষ থেকে প্রকাশক পরিবর্তনের জন্য ২০১৬ সালে জেলা প্রকাশককে চিঠি দেয়া হয়। এরপর নতুন প্রকাশক নিয়োগের জন্য আরো তিন দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অদ্যবধি এ বিষয়ে কোন সিদ্ধান্ত জেলা প্রশাসক জানাননি।

তিনি আরো বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিসংসায় পত্রিকাটি বন্ধ করে দেয়ায় জাতিসংঘসহ আর্ন্তজাতিক পরিমন্ডলে সমালোচনার ঝড় বইছে। অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথ বিবৃতি দিয়ে দৈনিক দিনকাল বন্ধের নিন্দা জানিয়েছেন। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল পত্রিকা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

এমতাবস্থায় দৈনিক দিনকালের পক্ষ থেকে দেয়া আবেদনটি গ্রহন করে নতুন প্রকাশক নিয়োগ দিয়ে পত্রিকাটির প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com