ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় ফিলিস্তিনের এক বয়স্ক নারীসহ নয় জন মারা গেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর দখলকৃত পশ্চিম তীরের জেনিনে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ড. মে আল কায়লা জানান, জেনিনের অবস্থা শোচনীয়। সেখানে অনেক মানুষ আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্স তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না।
ইসরায়েলের সেনা বাহিনী এ ঘটনার কিছু বিবরণী প্রকাশ করেছে। অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম বলছে, তারা জঙ্গিদের বড় হামলা বানচাল করার চেষ্টা করছে।
ফিলিস্তিনি জঙ্গীগোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ জানায়, তারা ফ্ল্যাশপয়েন্ট শহরে ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ করছে যেখানে বার বার ইসরায়েল আঘাত হানে।
সম্প্রতি পশ্চিম তীরে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলি সেনা বাহিনী বার বার সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে ব্যাখা করছে। চলতি বছর এ পর্যন্ত ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রাখে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। যদিও আন্তর্জাতিকভাবে পূর্ব জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়নি।