গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান হামলার পর ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘সময় শেষ হয়ে গেছে!’ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আল-আহলি হাসপাতালে ফিলিস্তিনের নিরীহ শিশু-নারীদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে ইসরায়েল।’
হোসেইন আমির-আবদুল্লাহিয়ান আরও লিখেছেন, ‘ইহুদি রাষ্ট্রটি হাসপাতালে এক হাজারেরও বেশি নিরপরাধ নারী-শিশুর ওপর বোমাবর্ষণ ও হত্যার মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্রটি ভয়ংকর অপরাধ করেছে। সময় এসেছে ভুয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্য গড়ে তোলা, যারা জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এবং এর হত্যা যন্ত্রের চেয়েও ঘৃণ্য।’
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলায় হাসপাতালে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। অনেকে চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলো। এ হামলার নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। পশ্চিমা দেশের অনেক নেতাও নিন্দা জানান।
উল্লেখ্য, হামাস শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। এর পর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এর মধ্যেই হাসপাতালে এমন ভয়াবহ হামলার খবর জানা গেল।