ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েল ‘অসহায় ও বিভ্রান্ত’ হয়ে পড়েছে। কারণ তারা গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে তাদের ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি বিবৃতিতে খামেনি ইসরাইলিদের উদ্দেশে বলেন, হামাসের হাতে বন্দী থাকা নিয়ে উদ্বেগ প্রকাশের সময় তাদের সরকার ‘মিথ্যা কথা বলছে’। যেখানে বন্দীদের রাখা হতে পারে, সেখানেও তারা গোলাবর্ষণ করেছে।
তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল কিছু দিনের মধ্যে চুপ হয়ে যাবে।
ইরানকে মধ্যপ্রাচ্য তাদের এক নম্বর হুমকি বলে মনে করে ইসরাইল। কেননা, ইরান হামাস এবং হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্য বিভিন্ন মুক্তিকামী সংগঠনকে সমর্থন করে।
সূত্র : আল-জাজিরা