ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন টেসলা প্রতিষ্ঠাতা বিশ্বের শীষ ধনী ইলন মাস্ক। তবে এবারে তার সাক্ষতা ছিল ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা হিসেবে।দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি কমাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মাস্ক।
গতকালৈ বৃহস্পতিবার মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গত সোমবার ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির। ইরানের দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠক সফল হয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছিলেন। ট্রাম্পের প্রচারেও গেছেন তিনি। বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন। ফলে ট্রাম্প জেতার পর ক্ষমতার মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল। শুরুতেই ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয়। সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পারিষদেরা এই বৈঠকের কথা জানাননি। তারা এই বৈঠকের কথা স্বীকারও করেননি। মাস্কও প্রকাশ্যে এনিয়ে কোনো মন্তব্য করেননি।
ইরানের যে কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন, তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা কার্যত বন্ধ হয়ে গেছিল। মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি নন, তা-ই এই আলোচনায় কোনো সমস্যা হয়নি। কার্যত তৃতীয় চ্যানেলে এই বৈঠক সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন।