করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এবারও ইউরোপের দেশগুলোতে দেখা দিয়েছে এর ভয়াবহতা। ইংল্যান্ডে একদিনে আক্রান্ত হয়েছে এক লক্ষ ষাট হাজারেরও বেশি মানুষ।
ইটালিতেও এক লক্ষ ৪২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে দশ লক্ষের বেশি মানুষ এখন আক্রান্ত অবস্থায় আছে। ফ্রান্সে ছয় বছর বয়সী শিশুদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে টানা চতুর্থ দিনের মতো দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
নিউ ইয়র্কের নতুন মেয়র এরিক এডামস বলেছেন, শুধু টিকা দিয়েই আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আরও সতর্ক থাকতে হবে মানুষকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তরুণ এবং টিনেজাররা বেশি আক্রান্ত হচ্ছেন।
নেদারল্যান্ডসে করোনা পরিস্থিতির নিয়ম ভেঙে ইংরেজি নতুন বছরকে বরণ করার অনুষ্ঠান করায় একশ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।