আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। কিপার বলেন, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। কিপার বলেন, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
রয়টার্স-এর টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি প্রাইভেট ল অ্যাকাডেমির ভবনের ছাদ হামলার পর আগুন ধরে গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা জ্বলতে আগুন নেভানোর চেষ্টা করছে।
ভিডিও ফুটেজটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। ভিডিওতে আরো দেখা গেছে, রাস্তায় রক্ত ছড়িয়ে আছে এবং অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক একটি সামরিক টেলিগ্রাম চ্যানেলের পোস্টে বলেছেন, ‘ক্লাস্টার ওয়ারহেডসহ একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র আটকানো কঠিন।
সূত্র: আল-অ্যারাবিয়া