বৃহস্পতিবার, ১০:৪৬ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ইউক্রেনে ইরানি ড্রোন : তদন্তের বিরুদ্ধে জাতিসঙ্ঘকে হুঁশিয়ারি রাশিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার পঠিত

ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসঙ্ঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসঙ্ঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে- এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল।

গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ার পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।

ইউক্রেন জানিয়েছে, তার সামরিক বাহিনী মাসখানেকের মধ্যে ২২০টির বেশি ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

এ প্রেক্ষাপটে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার জাতিসঙ্ঘে নিযুক্ত উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেন, ওইসব অস্ত্র রাশিয়ায় তৈরী করা হয়েছে। তিনি ‘ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বের’ নিন্দা করেন।

তিনি ‘যেকোনো ধরনের অবৈধ তদন্ত থেকে বিরত থাকার জন্য জাতিসঙ্ঘ মহাসচিব গুতেরেজ ও তার স্টাফদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অন্যথায় তাদের সাথে আমাদের সহযোগিতার বিষয়টি নতুন করে মূল্যায়ন করব, যা কারো স্বার্থেরই অনুকূল হবে না।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ইরান যে তাদের শহিদ-১৩৬ ড্রোন রাশিয়াকে দিয়েছে, তার প্রমাণ তাদের কাছে আছে।
যুক্তরাষ্ট্র বলছে, ইরানের যেকোনো ধরনের অস্ত্র হস্তান্তর ২০১৫ সালের চুক্তির বরখেলাফ।

অন্য দিকে রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com