ইউক্রেনজুড়ে আরও বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য তাদের যথেষ্ট ক্ষেপণাস্ত্র মজুত আছে। কিন্তু ইউক্রেন এইসব হামলা প্রতিহত করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব মন্তব্য করেছেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর পরেই নতুন এ আশঙ্কার কথা জানালেন জেলেনস্কি।
ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, গতকাল রাশিয়ান বাহিনী ইউক্রেন ৭৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। খারকিভের মেয়র বলেছেন, শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু কিয়েভেই ৪০ টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দাবি কর্মকর্তাদের।