ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধস ভয়াবহ রূপ নিয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্য দুটিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আসাম ও মেঘালয় ছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ, সিকিমে প্রবল বৃষ্টিপাত হবে।
আসামে শুক্রবার সাতজন মারা যায়। এ নিয়ে গত তিন দিনে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫-এ। গৌহাটিতে ভূমিধসে আরো তিনজন আহত হয়। ব্রহ্মপুত্র ও বরাক নদীর পানি অনেক স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় প্রায় ৭০ হাজার লোক গৃহহীন হয়েছে। তারা ১৯৬টি ত্রাণকেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে।
আর মেঘালয়ে শুক্রবার চারজন মারা যায়। এদের মধ্যে তিনজন বাঘমারায় ও একজন সিজুতে।
সূত্র : হিন্দুস্তান টাইমস