গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা থেকে ৩০টি প্রিম্যাচিউর শিশুকে সরিয়ে নেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মুখপাত্র মেধাত আব্বাস বলেছেন, তাদের আগের দিন সরিয়ে নেয়া হয়েছিল।
শনিবার ইসরাইলি বাহিনী আল-শিফা হাসপাতালের ডাক্তার, রোগী ও বাস্তুচ্যুত লোকদের মেডিক্যাল কম্পাউন্ড খালি করার নির্দেশ দেয়। ডাক্তার ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, তাদের কয়েকজনকে বন্দুকের মুখে চলে যেতে বাধ্য করে।
এদিকে, ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে নতুন খসড়া আইন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির। খসড়াটি সোমবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো পাঠ করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৮ নভেম্বর) তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইতামার বিন গভির বলেন, ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে নতুন খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। সোমবার খসড়া আইনটি পার্লামেন্টে প্রথমবারের মতো পাঠ হবে। সেখানে আইনটির বৈধতা নিয়ে আলোচনা হবে। আশা করা যাচ্ছে, এ বিষয়ে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পাওয়া যাবে।
ইসরাইল সর্বপ্রথম ১৯৫৪ সালে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন বাতিল করে। তখন তারা এর পরিবর্তে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আইন প্রণয়ণ করে, যা শত শত বছর পর্যন্ত প্রলম্বিত হওয়ার সুযোগ ছিল।
তবে গত মার্চে নেসেটে একটি প্রাথমিক পাঠে একটি খসড়া আইন অনুমোদন করা হয়। সেখানে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের অনুমতি দেয়া হয়। সেটি নিরাপত্তা মন্ত্রী বিন গভিরই দিয়ে ছিলেন। তখন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ওই আইনের সমর্থন করেছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলে একাধিকবার মৃত্যুদণ্ডের আইন প্রস্তাব করা হয়েছে। কিন্তু নেসেট ওই আইনের অনুমোদন করতে অস্বীকার করে।
উল্লেখ্য, খসড়া আইন কার্যকর হওয়ার জন্য নেসেটে তিনবার রিডিং পাস করতে হয়।
সূত্র : নয়া দিগন্ত অনলাইন