বর্তমান ক্রিকেটে বাবর আজমকে সবচেয়ে বড় তারকা বললে ভুল হবে না। সামর্থ্য প্রমাণ করে এই পাকিস্তান অধিনায়ক নিজেকে বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনদের কাতারে নিয়ে গেছেন।
অন্যদিকে সময়ের আরেক সেরা তারকা কোহলি দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগছেন। এবার ভারতীয় সাবেক অধিনায়ককে আরেকটি রেকর্ডে পেছনে ফেললেন বাবর। টি-টোয়েন্টিতে শীর্ষ ব্যাটার হিসেবে বেশি দিন থাকার রেকর্ড গড়লেন এই ডানহাতি। আগের রেকর্ডটি ছিল কোহলির।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এখন পর্যন্ত ১০২৮ দিন শীর্ষে রয়েছেন বাবর। এর আগে কোহলি ১০১৩ দিন ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন ৭২৯ দিন শীর্ষে ছিলেন।
এদিকে ওয়ানডেতেও শীর্ষ ব্যাটার বাবর আজম। এছাড়া এই মুহূর্তে তিনি একমাত্র ব্যাটার যিনি সব ফরম্যাটেই শীর্ষ দশে অবস্থান করছেন।
সম্প্রতি কেন উইলিয়ামসনকে হটিয়ে টেস্ট র্যাংকিংয়ে সেরা চারে জায়গা করে নিয়েছেন বাবর। তার সামনে এখন রয়েছেন জো রুট, মার্নাস লাবুশানে ও স্টিভেন স্মিথ।