বিনোদন ডেস্ক:
অভিনেতার ছেলেমেয়েরা হয় অভিনয় নয় পরিচালনাতেই আসে। টিনসেল টাউন সম্পর্কে আরও একবার এই ধারণা সত্যি করলেন শাহরুখ খান। তারকা মা-বাবারাও যে আর পাঁচজন মা-বাবার মতোই। তাঁরাও যে সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তা করেন— প্রমাণিত হল সোমবার। এদিন শাহরুখ সামাজিক পাতায় জানালেন, বড় ছেলে আরিয়ান তাঁকে পরিচালনা করতে চলেছেন। একটি বিজ্ঞাপনী ছবি দিয়েই আরিয়ান পরিচালনায় হাত রাখতে চলেছেন।
শাহরুখের মেয়ে সুহানা জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখছেন। এই খবর ঘোষণা হতেই সবাই আরিয়ানের দিকে তাকিয়ে ছিল। বাদশা খান ছেলের ভবিষ্যৎ গড়ে দিতেই কি আরিয়ানের পরিচালনায় বিজ্ঞাপনী ছবিতে মুখ দেখাতে রাজি হলেন? অনুরাগীদের তেমনই দাবি। এ দিন আরিয়ানও একটি পোস্ট দেন। সেখানে দেখা গিয়েছে একটি স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের বিজ্ঞাপনে এক ঝলক শাহরুখ খান। আপাতত তার ঝলক প্রকাশ্যে। আরিয়ান জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সবাই বিজ্ঞাপনী ছবিটি দেখতে পাবেন। একই সঙ্গে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, প্রথম কাজেই বাবাকে পরিচালনা করা তাঁর কাছে স্বপ্নের মতো। তিনি আনন্দ, উত্তেজনা কিছুই ধরে রাখতে পারছেন না।
ঝলকে দেখা গিয়েছে, স্কুলের ব্ল্যাকবোর্ডে একটি হাত অঙ্ক কষছে। হাত থেকে চক পড়ে যেতেই সেই জায়গায় ঘর রঙের ব্রাশ। একটি হাত সেই ব্রাশ তুলে নিতেই ক্যামেরায় শাহরুখের মুখ! বরাবরই ক্যামেরার পিছনে থাকতে চান, জানিয়েছেন আরিয়ান। বাবার মতো অভিনয় নয়, পরিচাললাতেই স্বচ্ছন্দ তিনি। গত বছরেই জানিয়েছিলেন, সিরিজ পরিচালনা দিয়েই রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন। সিরিজের গল্প লেখা শেষ। এবার তিনি চিত্রনাট্যে মন দেবেন। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে আরিয়ান লাইট-সাউন্ড-ক্যামেরা নিয়ে সেটে পা রাখবেন।