সোমবার, ১০:৫২ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ রবিবার রাতে পালিত হবে। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শবে মেরাজের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা চলবে আগামীকাল সোমবার সূর্যোদয়ের আগ পর্যন্ত।

বিশেষ এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা অন্যান্য দেশের মতো আমিরাতেও ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। তারা মিলাদ-মাহফিল, নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতে অংশ নেবেন। একই সঙ্গে রাসুল (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা হবে।

প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে শবে মেরাজ উদযাপন করা হয়। এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। এ উপলক্ষে অনেক মুসলমান নফল নামাজ আদায় এবং রোজা পালন করেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

এদিকে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে আগামীকাল সোমবারছুটি ঘোষণা করা হয়েছে। তবে, ছুটির দিনেও জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com