শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে জানিয়েছেন, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি পদ ছাড়বেন না। আরো দুই বছর তিনি থাকবেন।
সোমবার নিজ বাসবভনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যর্থ হয়ে চলে যেতে পারব না। আমাকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দেয়া হয়েছে। আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না।
প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটিতে মাসব্যাপী বিক্ষোভ হয়েছে। কিন্তু তিনি পদত্যাগ না করে দেশটিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে টেনে তোলার দিকে নজর দিতে চাচ্ছেন।
বিক্ষোভের সময় প্রতিবাদকারীরা স্লোগান দিতে থাকেন, ‘গোতা বাড়ি চলে যাও’। কারণ তারা জ্বালানী থেকে ওষুধ পর্যন্ত সবকিছুর তীব্র সঙ্কট, ৪০ শতাংশ মুদ্রাস্ফীতি এবং ইতিহাসের সবচেয়ে বড় ঋণ খেলাপি হওয়ার জন্য রাজাপাকসে এবং তার পরিবারকে দায়ী করেছে।
গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার বিক্ষোভকারী রাষ্ট্রপতির অফিসের বাইরে ক্যাম্প করেছে। প্রায় এক কিলোমিটার দূরে তার ব্যারিকেড দেয়া সরকারি বাসভবনে পিছু হটতে তাকে বাধ্য করেছে বিক্ষোভকারীরা।
এরপর মে মাসে সরকারী সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর গোতাবায়ে রাজাপাকসের ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে পদত্যাগ করেন।
এখন গোতাবায়ে রাজাপাকসে এবং নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশকে গভীর অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য চলতি বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ভারত ও চীনসহ দেশগুলোর কাছ থেকে প্রায় চার বিলিয়ন ডলার সাহায্য চেয়েছেন।
সূত্র : ডেইলি মিরর