সোমবার, ০৫:১৫ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন এক মেড়ামতের রাজনীতি করতে চাই-জহির উদ্দিন স্বপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সাংসদ, জননেতা এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, শুধুমাত্র দেশকেই মেড়ামতই করবেন না, আমাদের দলকেও ইতোমধ্যেই মেড়ামতের কাজে হাত দিয়েছেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান। সেই মেড়ামতের অংশ হিসেবেই আমাদের দলকে মনোযোগ দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের দিকে। এই ভবিষ্যৎ প্রজন্মেও তরুন প্রজন্মের যে মনোযোগ, সেই মনোযোগকে গুরুত্ব দিতে হবে। বিএনপি, যুবদল, ছাত্র দলকে প্রমান করতে হবে যে, শুধুমাত্র জিন্দাবাদ মুরদাবাদের মধ্যে আমাদের দল নাই।
শুধুমাত্র মাতবারি দেখাতে হবে, দখলবাজি করতে হবে, ক্ষমতা দেখাতে হবে, এর মধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদলকে, রাখা যাবেনা। বরং সমাজের যত ভাল কাজ আছে সেই সমস্ত ভাল কাজের পেছনে আমাদের দলকে চিন্তা বিনিয়োগ করতে হবে। আমাদেরকে প্রমান করতে হবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের বাংলাদেশ আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের বাংলাদেশ, দুই বাংলাদেশ আলাদা। আমাদের রাজনীতিও আগের রাজনীতি নাই। আমরা নতুন এক মেড়ামতের রাজনীতি করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডের উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে এলাকার গরীব অসহায় দুস্থ্য শিতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও দুপুরে উপজেলার বাটাজোরে হিন্দু সম্প্রদায়ের সদ্গুরু পরিব্রাজকাচার্য্য শ্রী শ্রী ঠাকুর ১০৮ স্বামী নিগমানন্দ স্স্বতী পরমাহংসদেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মিলনী (বাংলাদেশ ৬৬তম বার্ষিক অধিবেশন) ও আগের দিন সন্ধ্যায় উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠান দুটিতে তিনি আরো বলেন, বাংলাদেশে এখন সকল ধর্মচিন্তা, মত, সম্প্রদায়, বর্ন, ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ তার একটা ঐক্য দরকার। যাতে কোন বিশেষ ধর্ম, বিশেষ কোন জাতি, বিশেষ কোন ভাষা, বিশেষ কোন বর্ন, অন্যদের উপরে কর্তিত্ব প্রতিষ্ঠা করতে না পারে। কে সংখ্যা গরিষ্ট, কে সংখ্যা লঘিষ্ট এই প্রশ্ন যেন কেউ অহেতুক উত্থাপন না করে সমাজের মধ্যে বিভক্তি তৈরী করার জন্য। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি অসুস্থ্য রাজনীতির একটা প্রবনতা আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরী করা। আমাদের নানান জনের নানান বিশ্বাসের যে পার্থক্য সে পার্থক্যকে অসুস্থ্য শক্তি ব্যাবহার করতে চায়। অমারা সকলেই সর্ব শক্তিমানের উদ্দেশ্যেই আমাদের বিশ্বাস চর্চা করি। ফলে সর্ব শক্তিমানকে পাওয়ার মত, পথ ভিন্ন থাকলেও সর্ব শক্তিমানের অনুগামী, অনুসারী হওয়ার ব্যাপারে আমরা সকলেই কিন্তু এক। ফলে আমাদের এই ঐকের মধ্যে কেউ যেন ফাটল ধরাতে না পারে, সে কারনে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কোন বিশেষ ধর্মের আধিপত্য সম্পন্ন রাষ্ট্র বা সমাজ চাই না। আমরা বহু মত, বহু চিন্তা, বহু বিশ্বাস, বহু সাংস্কৃতির শান্তিপূর্ন সহঅবস্থান চাই। আমরা কোন বিশেষ গোষ্টির কর্তৃত্বে বিশ্বাস করিনা। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি। যারা আমাদের মধ্যে ধর্মের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে বিভাজন তৈরী করতে চায়। তারা আসলে প্রকৃতির ক্ষমতাকেই চ্যালঞ্জে করতে চায়।
গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লরের সভাপতিত্বে ওনদিন বেলা ১১টায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা প্রমুখ।
৬৬তম সার্বভৌম ভক্ত সম্মিলনী অনুষ্ঠান অয়োজক কমিটির সভাপতি অরুন চন্দ্র বেদনাথের সভাপতিত্বে একই দিন দুপুর ১২টায় অনুষ্ঠিত সার্বভৌম ভক্ত সম্মিলনী (বাংলাদেশ ৬৬তম বার্ষিক অধিবেশন) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সঞ্জয় গুপ্ত। বক্তব্য রাখেন, ৬৬তম সার্বভৌম ভক্ত সম্মিলনী অনুষ্ঠান অয়োজক কমিটির সাধারন সম্পাদক গৌতম বর্নিক। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বাটাজোরে হিন্দু সম্প্রদায়ের তিন দিনব্যাপী এমনি একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
খাঞ্জাপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রাহাত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com