গাজা উপত্যকায় ইসরাইলের সাথে হামাসের যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, ‘আমরা কয়েক সপ্তাহ ধরে পণবন্দীদের বের করে আনার জন্য কাজ করছি। আমরা এখন চুক্তির খুব কাছাকাছি রয়েছি।’
মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা খুব শিগগিরই কিছু বন্দীদের ফিরিয়ে আনতে (ইসরাইলে) আনতে পারি। তবে সবকিছু সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’
বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আলোচনা করা এই চুক্তিতে ১৫০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে হামাসের হাতে বন্দী ৫০ জন মুক্তি পাবে। যাদের বেশিরভাগ নারী ও শিশু। চার বা পাঁচ দিনের যুদ্ধবিরতি দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা চুক্তি খুব কাছাকাছি।’
সূত্র : আল-জাজিরা