বুধবার, ১২:৫৬ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আপন ঘরের অসহায় সুবিধাবঞ্চিদের সাথে লায়ন ৩১৫ বি ১

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

আমরা আজকে ”আপনঘর ” আটি বাজার মোহাম্মদপুরে এলসি ঢাকা শ্যামলি থেকে একটি সেবা কার্যক্রম করেছি। ”আপন ঘরের ” কথা কি বলবো! শুধু বলতে চাই সর্বস্ব হারানো মানুষের কাছে তারা সত্যিকারের” আপনঘর ”। যেখানে মানুষ তাদের পরিবারের জন্য সময় নেই কিন্তু আমরা ”আপনঘর” এর সাথে বিভিন্ন ছবি দেখছি!

যারা এই মহৎ কাজের সাথে জড়িত তাদের সবাইকে আল্লাহ মঙ্গল করুন।

গৃহহীন মানুষের ছবি সংরক্ষণ, জিডি কপি, ইমেল এবং অন্যান্য অফিস সংক্রান্ত কাজ করার জন্য তাদের একটি কম্পিউটারের প্রয়োজন ছিল যেহেতু তাদের কার্যক্রম বড় হচ্ছে। স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডকে ধন্যবাদ জানাতে চাই। এবংমুজাহিদ আলবেরুনী সুজন ভাই আপন ঘরের জন্য একটি  ডেস্কটপ কম্পিউটারের ব্যবস্থা করতে এবং খুব অল্প সময়ের মধ্যে একটি ডেস্কটপ সরবরাহ করা সম্ভব করার জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা শ্যামলীর সাথে তাদের যৌথ অবদানের জন্য।

তাৎক্ষণিকভাবে ১০ দিনের খাবারের জন্য অবদান রাখার জন্য সকল এলসি ঢাকা শ্যামলী সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে লায়ন আহসান শোভন , লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন দিদার সরদার , লায়ন শেখ আমীর , লায়ন আবু নাসের সিদ্দিক লায়ন সুলায়মান আহমেদ ‘ লায়ন বাশেত , লায়ন নিপা মাহবুব এবং লায়ন কাজী শামিম। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদের GAT এরিয়া লিডার PDG Ln.
নাজমুল হক স্যার, আপনার উপস্থিতির জন্য।

আমরা আপন ঘরের সার্বিক সাফল্য কামনা করি এবং মহৎ কাজ অব্যাহত রাখি।

লায়ন দিদার সরদার প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনির  পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান । লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR),পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)।

তিনি বলেন এভাবেই এগিয়ে যেতে হবে ” মানুষ মানুষের জন্য ” মাত্র এক রাত্রের মিটিং আলোচনায় ১২ ঘণ্টায় কর্ম সাফল্য এর নাম লায়ন – লায়নিজম – আমাদের অতীতেও প্রচেষ্ঠা ছিলো – বর্তমানেও আছে – আগামীতে সর্বদা পাশে থাকবো দুঃখী ,অসহায় , সুবিধাবঞ্চিতদের পাশে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্যালুট সহকর্মী বন্ধুজন লায়ন  স্যালুট আন্তর্জাতিক লিডার জনাব নাজমুল হক সাহেবকে । উজ্জীবিত হোক – লিও – লায়ন বিশ্বময়।

Lions Clubs International – District 315 B1 Bangladesh .
Lions Club Of Dhaka Shamoli

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com