আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলেক্ষে বুধবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার গৌরনদী উপজেলা কর্মকর্তা আলহাজ¦ মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি এ্যাডভোকেট ফাতিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, দৈনিক দিনকাল এর গৌরনদী প্রতিনিধি আমিনা আকতার সোমা।
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নারী সংগঠক হোসনেয়ারা বেগম, নারী শিক্ষার্থী শোভা আক্তার, মাকসুদা বেগম, রোকাইয়া মৌ, সুমাইয়া আক্তার প্রমুখ।