শুক্রবার, ০৯:২৯ পূর্বাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আতিফ আসলামের কনসার্টকে ঘিরে নানা অভিযোগ, সেনাবাহিনীর লাঠিচার্জ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে কাল আয়োজিত হয়েছে ম্যাজিকাল নাইট ২.০। কনসার্টটির আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার ছিল আতিফ আস্লামের কনসার্ট। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্ট ঘিরে আর্মি স্টেডিয়ামের বাইরে রাস্তায় অসংখ্য দর্শকদের ভিড় করতে দেখা যায়। বাইরের লম্বা লাইন পেরিয়ে দরজায় এসে প্রবেশ করতে গিয়ে মারামারির শিকার হতেও হয়েছে অনেকের।

ছবি: সংগৃহীত

এদিকে ট্রিপল টাইম কমিউনিকেশনসের পক্ষ থেকেও বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে একেক গেটে ছুটোছুটি করে অকারণ হয়রানির শিকার হয়েছেন বহু সংখ্যক দর্শকেরা।

পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের নাম শুনে আসা বয়সে তরুণ একজন শ্রোতা জানান, এটা কী হচ্ছিলো, কিছুই বুঝতে পারছিলাম না। অর্গানাইজারদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। গেটে জিজ্ঞেস করলে বলে ১৪ তে যান। ১৪ তে গেলে বলে ১৬ তে যান।

মিরপুর থেকে আসা আরেক দর্শক জানান, সেই কাকলি থেকে লাইন ধরে স্টেডিয়ামের প্রবেশ মুখে এসেই মার খেতে হয়েছে। আয়োজকদের ব্যবস্থাপনা খুব খারাপ। এর চেয়ে বেঙ্গল ক্ল্যাসিক্যাল ফেস্ট অনেক অর্গানাইজড ছিল। আসলে এই কনসার্টের আয়োজকরা শুধু টাকা কামাতেই এসেছে।

ছবি: সংগৃহীত

এদিকে দেখা গেছে, শৃঙ্খলা আনতে সেনাবাহিনী কনসার্টে আগত দর্শকদের ওপর লাঠিচার্জ করে। এতে অনেককেই গুরুতর আহত হতে দেখা যায়। অগণিত মানুষের ভিড়ের কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর এ কারণেই লাঠিচার্জের মতো এ্যাকশানে তাদের নামতে হয়েছিল বলে জানা যায়।

তবে এতসব অভিযোগ প্রসঙ্গে জানতে গণমাধ্যম থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে ট্রিপল টাইম কমিউনিকেশনস কর্তৃপক্ষের সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com