তথ্য ভিত্তিক সাংবাদিকতা এবং তথ্যে প্রাপ্তির অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আজ সারা বিশ্বের পালিত হচ্ছে ‘ ওয়ার্ল্ড নিউজ ডে’। সোশ্যাল মিডিয়ার বাংলাভাষী অডিয়েন্সে নানা দিবস নিয়ে কথাবার্তা থাকলেও ‘নিউজ ডে’র ব্যাপারটা ঠিক জায়গা পায়নি।
সাংবাদিকদের কেউও এ নিয়ে তেমন কথা বলেননি। আমার কাছেও ইনফরমেশন হিসেবে এটি আসলে নতুন। সারা বিশ্বের ৫০০ এর মতো নিউজরুম এই উদ্যোগের সাথে জড়িত, প্রতি বছর ২৮ সেপ্টেম্বর তারা ‘ ওয়ার্ল্ড নিউজ ডে’ পালনের ঘোষনা দিয়েছেন। স্পেন থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ার সম্পাদকদের নিয়ে ৯০ মিনিটের একটি অনুষ্ঠানও হয়েছে এ উপলক্ষে।
সাংবাদিকতা নিয়ে, সাংবাদিকতার সংকট নিয়ে নানা আলোচনার মধ্যে কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকার প্রধান সম্পাদক ডেভিড ওয়ামসলির বক্তব্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। – let’s remember that access to information is a human right. তথ্য পাওয়াটা হচ্ছে মানবাধিকার। তার সঙ্গে আমি যোগ করি, মিডিয়ার তথ্য পাওয়াই কেবল নয়- প্রতিটি নাগরিকের তার চাহিদা অনুসারে তথ্য পাওয়াটা হচ্ছে মানবাধিকার। ওয়ার্ল্ড নিউজ ডে’তে এই বার্তাটা সবার মধ্যে পৌঁছে যাক।
শওগাত আলী সাগর
Chief Editor & publisher at notundesh
Toronto, Ontario